• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

সংগীতশিল্পী জুবিনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে: দাবি গ্রেপ্তার হওয়া সহশিল্পীর

বিনোদন ডেস্ক / ২৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন গ্রেপ্তার হওয়া তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, “জুবিন সাঁতার জানতেন, তাই ডুবে মারা যাওয়া সম্ভব নয়। তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাই বিষ খাইয়ে হত্যা করেছেন।”

গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। স্কুবা ডাইভিংয়ের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই তার মৃত্যু ঘিরে ওঠে নানা প্রশ্ন। পরে তদন্তের জন্য আসাম সরকার বিশেষ তদন্ত দল গঠন করে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ সিদ্ধার্থ শর্মা, অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত, গায়িকা অমৃতপ্রভ মাহান্ত এবং ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করে।

শেখরজ্যোতি পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বলেন, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিলেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। মৃত্যুর আগে তিনি অত্যন্ত সন্দেহজনক আচরণ করছিলেন এবং বোটের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখেন।

তিনি আরও দাবি করেন, “সিদ্ধার্থ ইচ্ছাকৃতভাবে বোটচালককে সরিয়ে দেন এবং অন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলেন। জুবিন পানিতে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন, তখন সিদ্ধার্থ চিৎকার করে বলেন—‘ওকে ছেড়ে দাও’।’’

ড্রামার শেখরজ্যোতি বলেন, “জুবিন ছিলেন দক্ষ সাঁতারু, আমাদের দুজনকেই (আমাকে ও সিদ্ধার্থকে) তিনি সাঁতার শেখিয়েছিলেন। তাই জলে ডুবে তার মৃত্যু অসম্ভব। সিদ্ধার্থ ও শ্যামকানু মোহন্ত পরামর্শ করে জুবিনকে বিষ খাইয়েছে। ঘটনাটি ঢাকতে তারা সিঙ্গাপুরকেই বেছে নেয়। এমনকি কেউ যাতে ভিডিও প্রকাশ না করে সেই নির্দেশও দিয়েছিল।”

এই ঘটনার পর আসাম পুলিশ সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। দিল্লির আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে, শ্যামকানু মোহন্ত দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং তিনি ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তদন্তকারীরা এখনো সিদ্ধার্থ শর্মার জবাবে সন্তুষ্ট নন বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা