• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

সারা দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, রেকর্ড ১০৪২ রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭ জন, উত্তর সিটিতে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গুতে। এ নিয়ে চলতি এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। চলতি বছরে একদিনে রেকর্ড সংখ্যক হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুরে ২৩ জন, সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৯৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

গত ১লা জানুয়ারি থেকে ৫ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৪৯ হাজার ৯০৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা