গাজীপুর এলাকায় এক মর্মান্তিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা যায়, একটি রুটির জন্য নিজের চাচির হাতে নির্যাতনের শিকার হয়েছে এক এতিম শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ক্ষুধার্ত অবস্থায় একটি রুটি চাইলে তার চাচি ক্ষিপ্ত হয়ে যায় এবং গরম খুন্তি দিয়ে শিশুটির শরীরে চেকা দেয়। শিশুটির সারা শরীরে পুড়ে যাওয়ার দাগ দেখা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসী জানিয়েছেন, এতিম শিশুটির এমন অমানবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা চাচির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এতিম ও অসহায় শিশুদের ওপর এমন নির্দয় আচরণ করতে সাহস না পায়।
মানবাধিকারকর্মীরা বলছেন, এটি বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশে তো আইন বলতে কিছু নাই তাই। এ মহিলাকে এরকম একটা বিচার করা দরকার ছিল, যাতে পৃথিবীর কোন চাচীরা আর এরকম করতে সাহস না পায়।
আহারে জীবণ। এতো অমানুষি কিভাবে করতে পারে। আরে, ছোট বাচ্চাদের চোখের দিকে তাকালেই তো মায়া আর আদর ছাড়া কিছুই আসার কথা না। সেখানে কি আর বড়বো লেখার ভাষা যেনো বাক রুদ্ধর এর মতো হয়ে গেলো। কোনো লিখতে পারছিনা। খুব কষ্ট পাইলাম