চট্টগ্রামের নাট্যাঙ্গনে সুপরিচিত নাম ‘গণায়ন নাট্য সম্প্রদায়’। পথচলার সেই শুরু থেকে একনিষ্ঠভাবে নাটকের আলো ছড়িয়ে আজ ৫০ বছর পার করেছে গণায়ন। অর্ধশতাব্দীর এ সাফল্যকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে সাতদিনব্যাপী সুবর্ণজয়ন্তী নাট্যোৎসব ‘গণায়ন নাট্য উৎসব’। আগামী ১০ থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত উৎসবের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটক।