• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বিএনপি কর্মী সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৪০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘শেষ বয়সে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান মোতালেব আকন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন দলের এক সময়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় তারেক রহমান মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের মাধ্যমে দলের বয়োজ্যেষ্ঠ এবং ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গু এ কর্মীর মনের আশা পূরণ করবেন তিনি।

বিষয়টি  নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

বিএনপি’র প্রবীণ ত্যাগী কর্মী মোতালেব আকনের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকালে উপস্থিত থাকবেন, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান।

এ সময় সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা