সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দল ও সংগঠনের কাছে আহবান—চলুন, ভালো কাজে মিলে মিশে সমাজ ও দেশের পরিবর্তন আনি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা “তারুণ্যের বাজিতপুর স্বেচ্ছাসেবী সংস্থা”-কে। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকা বাজিতপুর উপজেলার সরিষাপুর যাত্রী ছাউনি নিজেদের উদ্যোগে ও খরচে ব্যবহারযোগ্য করে দিয়েছেন তারা।
কেউ দিয়েছেন চিন্তা, কেউ সাহস, কেউ শ্রম, কেউ অর্থ, আবার কেউ শুভকামনা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ বাস্তবায়িত হয়েছে এই সুন্দর ও প্রশংসনীয় কাজটি।
যাত্রী ছাউনিটির চাল বা উপরের ছাউনি বসানো এখনো বাকি আছে। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, “সবাই মিলে একসাথে কাজ করলে সেটিও খুব শিগগিরই হয়ে যাবে, ইনশাআল্লাহ।”
এমন উদ্যোগ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে মনে করছেন স্থানীয়রা।