ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোটা দেশেই বইছে নির্বাচনী আমেজ। সাধারণ মানুষের আড্ডা থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহল—সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন নির্বাচন। কে আসবেন ক্ষমতায়, কে হবেন জনগণের প্রতিনিধি—এ প্রশ্নে ব্যস্ত এখন শহর থেকে গ্রাম।
এই বাস্তবতায় একুশে সংবাদ ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন নির্বাচনী আসনে, জানছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা।
গাইবান্ধায় কথা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সম্মানিত সেক্রেটারি মোঃ আবুল হাসান নয়া (বি.এসসি)-এর সঙ্গে।
তিনি বলেন, “বর্তমানে দেশে জামায়াতে ইসলামীকে ঘিরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা গাইবান্ধায়ও স্পষ্টভাবে দৃশ্যমান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ গাইবান্ধার প্রতিটি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয় অর্জন করবে।”
তিনি আরও বলেন, গাইবান্ধা একটি নদীভাঙন কবলিত জেলা। এখানে অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি দীর্ঘদিন ধরেই মানুষকে ভোগাচ্ছে। “আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে রাস্তা-ঘাট উন্নয়নসহ জেলার সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করবেন। জনগণও এবার পরিবর্তন চায়, উন্নয়ন চায়।”
গাইবান্ধার রাজনীতিতে এ বক্তব্য নতুন উদ্দীপনা যোগ করেছে জামায়াতের নেতাকর্মীদের মাঝে। আর সাধারণ ভোটাররাও এখন অপেক্ষায়, আগামী নির্বাচনে কোন দল তাদের উন্নয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়।