কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মেহেদী হাসান মামুন দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় থাকা নিজের সম্পত্তি পুনরায় দখল ফিরে পেয়েছেন। সম্পত্তি বুজে পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের পৈতৃক সম্পত্তিটি দীর্ঘদিন ধরে অন্যের দখলে ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তিনি অবশেষে নিজের সম্পত্তির দখল বুঝে নেন।
এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর নিজের সম্পত্তি ফিরে পেয়ে আমি সত্যিই আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।