বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংক্ষিপ্ত বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর এই বার্তাকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে আশা ও উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় প্রধানের এই ইঙ্গিতকে অনেকে তাঁর সম্ভাব্য দেশে ফেরার বার্তা হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে সমর্থকরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় শুভকামনা ও দোয়ার বার্তা জানাচ্ছেন।