
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।
জানা গেছে, ১ম স্বামীর মৃত্যুর পর ২য় স্বামী নাহিদ ইসলামের সঙ্গে চৌড়হাস এলাকায় থাকতেন যুথি । ১ম পক্ষের একটি মেয়ে আছে যুথির।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহনন। তবুও সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, শনিবার সকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে বোরকা পরিহিত এক নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। এ বিষয়টি হাসপাতাল ক্যাম্প পুলিশকে জানায় তারা।
পরে, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত হয়।