• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
গণভোটে কী ধরনের প্রশ্ন থাকবে : খসড়া প্রস্তাব  আড়াই বছর পর ক্যাম্প ন্যু’তে ফুটবলে ফিরছে বার্সেলোনা বিশ্ব ফিলিস্তিনকে ধ্বংস হতে দিয়েছে ৫০ হাজার দর্শক : পেপ গার্দিওলা কিংবদন্তি আসলামের ভবিষ্যদ্বাণী : এশিয়ান কাপ  মানবতাবিরোধী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ যাচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মানবতাবিরোধী হাসিনার মৃত্যুদণ্ডাদেশে জাতিসংঘের প্রতিক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ হবে  মিঠামইন উপজেলায়  সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর : কিশোরগঞ্জে হাসিনাসহ ইতিহাসে শাসকদের মৃত্যুদণ্ড  হতে পারে শাস্তি : হাসিনার বক্তব্য প্রচার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

মিয়াবাজার আইডিয়াল একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মো. মাছুম, স্টাফ রিপোর্টার: / ২৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার আইডিয়াল একাডেমিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ২০২৪ সালের বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও সম্মাননা স্বারক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার মিয়াবাজারস্থ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ড. মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিসিএস ক্যাডার, বেস্টসেলার লেখক ও ক্যারিয়ার স্পেশালিস্ট গাজী মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক ও আব্দুল্লাহপুর ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আমির হোসাইন, যুগ্ম আহবায়ক ও মিয়াবাজার মেধাবিকাশ ইংলিশ লার্নিং স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, সদস্য সচিব এবং করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসেন।

মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মাস্টার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক, স্টুডেন্ট মেধা উন্নয়ন বৃত্তি অ্যাসোসিয়েশন মহাসচিব ও মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওয়াসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. এয়ার আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সদস্য ও জামমুড়া হলি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো. ইমামুল মজুমদার, মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, সচেতন অভিভাবক মাওলানা মোহাম্মদ ইয়াছিন, শিক্ষক মাওলানা মো. আজহার, মোসা. রাশেদা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত মিয়াবাজার আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক রহিমা আক্তার, নাসিমা আক্তার, মৌ সাহা, নুসরাত জাহান বীথি, প্রাক্তন শিক্ষক দুলাল, মমিনুল ইসলাম মজুমদার, শিক্ষানুরাগী মাস্টার মো. বাবুল, শফিউল ইসলাম সহ বিদ্যালয়ের অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা