
নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন, সমন্বয় সভা ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ই পি আই হলরুমে এ সভার আয়োজন করা হয়। তথ্য অফিসার বায়েজীদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা: মোঃ আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন মোছাদ্দিকুর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক অনুভূতি ছিলেন।
সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। টাইফয়েড টিকাদান কার্যক্রম গত ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে নীলফামারী জেলায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার ৫৩৭ জনকে এই টিকাদান কার্যক্রম আওতায় আনা হবে।
এসময় বক্তারা বলেন, টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এ ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েটজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভবিষ্যতে তরুণ প্রজন্মরাই এ দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুস্থভাবে বেড়ে উঠতে হলে এ টিকা দেওয়া খুবই প্রয়োজন বলে জানান বক্তারা ।