প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণ
নীলফামারীতে বীজ আলুর দাম কম থাকায় চিন্তিত ব্যবসায়ীরা
নীলফামারীতে বীজ আলুর দাম কম থাকায় চিন্তিত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। সার কীটনাশকের দাম লাগামহীন থাকায়, আগাম আলুর চাষাবাদ নিয়ে এবারে অনীহা প্রকাশ করেছে অনেক আলু চাষিরা। গত বছর বীজ আলুর দাম বাড়তি থাকার পরেও উপচে পড়া ভীড় দেখা গেলেও চলতি বছরে হিমাগারগুলোতে নেই কোন ভীড়।
সরেজমিনে গেলে দেখা যায় যে, বাজারে আলুর চাহিদা না থাকায় এবং কৃষকেরা গতবছরের মতো আলু চাষাবাদ না করায় দিশেহারা এই ব্যবসায়ীরা। হিমাগারে মজুদ রাখা একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের ব্যবসা একবারেই শেষ। চলতি বাজার দরে আলু বিক্রি করেও বস্তার দাম পাচ্ছে। যা আগামী ব্যবসার হুমকি স্বরূপ। এছাড়া সদরের আলু চাষী আব্দুল আজিজ এর সাথে কথা বললে তিনি জানান যে, গত বছর তিনি ১৫ বিঘা জমিতে আলু চাষাবাদ করেন। কিছু পরিমাণ জমির আলু বিক্রি করলেও অধিক পরিমান বীজ আলু হিমাগারে পড়ে রয়েছে। বীজ আলুর দাম কম থাকায় দু:চিন্তায় দিন কাটছে তাদের। তিনি আরও জানান যে, হিমাগার ভাড়াসহ যাবতীয় খরচের সাথে বীজ আলু বিক্রি করলে লোকসানের মুখে তিনি। এদিকে জেলার হিমাগারগুলোতেও একই অবস্থা। এছাড়া উত্তরের এই জেলায় চলতি মৌসুমে নানান ধরনের শাকসবজি ফলনে বাজারেও প্রভাব পড়েছে আলুর চাহিদা।
Copyright © 2025 একুশে সংবাদ. All rights reserved.