
বাজিতপুর উপজেলা কে জেলা বাস্তবায়ন কমিটির কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী ও মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ও জনবহুল বাজিতপুর উপজেলা দীর্ঘদিন ধরেই জেলা হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। প্রশাসনিক সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বাজিতপুরকে জেলা ঘোষণা সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।
পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।