ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার বাসিন্দা, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী সুমাইয়া আলী (১৭) নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের ঘটনার দিন গত রবিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন হাতিরঝিল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরিও (জিডি নং-১০৯২) করা হয়েছিল।
নিখোঁজ ছাত্রী সুমাইয়া ঢাকাস্থ হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার ইউনুস আলীর একমাত্র মেয়ে। সে ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণী এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল।
পরিবারসূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল চারটায় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সুমাইয়া। নির্দিষ্ট সময়ে বাসায় না ফেরায় মেয়েকে চারিদিকে খুঁজতে শুরু করে পরিবার। কোথাও না পেয়ে নিখোঁজের রাতেই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করে ওই ছাত্রীর বাবা। মেয়েটির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় পরনে ছিল গোলাপি রঙের বোরকা এবং মাথায় হিজাব পরিহিত ছিল।
নিখোঁজ সুমাইয়ার মা সুফিয়া বেগম জানান, প্রতিদিনের মতো আমার একমাত্র মেয়ে সুমাইয়া স্থানীয় কোচিং সেন্টারে পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়েছে। সেদিন কোচিং সেন্টারেও যায়নি বলে জানিয়েছেন কোচিংয়ের শিক্ষক। আমি আত্মীয় স্বজনসহ সব জায়গায় খুঁজেছি কিন্তু তাঁর কোনো খোঁজ পাইনি। বাধ্য হয়ে মেয়েকে খুঁজে পেতে থানায় জিডি করেছি। থানায় জিডি করার দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েকে পাইনি। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই এবং মেয়েকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। কেউ খুঁজ পেলে 01832-396071 অথবা 01832-396070 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।