(ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বি,এন,পি নেতা আমিরুজ্জামান খান শিমুল) একই মঞ্চে এসে প্রতিজ্ঞাবদ্ধ, দল যাকে নমিনেশন দিবে, তার পক্ষেই সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবে।
দেশের ৩০০ আসনেই বি,এন,পি’র এমন ৪/৫/৭ জন করে পটেনশিয়াল প্রার্থী আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু দল থেকে ফাইনালি মনোনয়ন পাবেন একজন। এমতাবস্থায় মনোনয়ন বঞ্চিত বাকি সবার উচিত হবে নিজেরা মিলেমিশে দলের প্রার্থীকে বিজয়ী করে আনা। মনে রাখতে হবে আগামী নির্বাচন কিন্তু এতো সহজ হবে না। যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলে আসছেন।
সব প্রার্থী মিলে মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার এই ঐক্যবদ্ধতার কাজটা নিজেরাই করে নিবেন। দলের হাইকমান্ডের দিকে চেয়ে না থেকে। দলকে ভালোবাসলে এই কাজটা অন্তত নিজেরা নিজেরা করে নিবেন এটাই আমরা প্রত্যাশা করি।
এরকম ঐক্য দেশের প্রতিটি আসনে কাম্য।
দেশের প্রত্যেকটা আসনে এমন একটা ছবি দেখতে চাই।
জয় হোক জাতীয়তাবাদী দল বি,এন,পি’র।