কিশোরগঞ্জের ভৈরবে জেলা বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ভৈরব রেলস্টেশন এলাকায় এই সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারী ও উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে তুমুল সংঘর্ষ ইট পাটকেলের আঘাতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ট্রেন থামিয়ে স্লোগান দিতে থাকলে যাত্রীদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সাধারণ মানুষ এমন সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, জেলা বাস্তবায়নের দাবি ন্যায্য হতে পারে, কিন্তু কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম বা সহিংসতার মাধ্যমে তা আদায় করা উচিত নয়।
সচেতন মহল মনে করেন, আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত এবং প্রশাসনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা।