মোহিত সুরির ‘সাইয়ারা’ সাফল্যের পর ফের পর্দায় দেখা যাবে অনীত পড্ডাকে। ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর আগামী ছবি ‘শক্তিশালিনী’তে দেখা যাবে অনীতকে। তার নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘থামা’-এর অভিনেতা আয়ুষ্মান খুরানা। জানা গেছে, বড়দিন উপলক্ষে ২৪শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।