তিন মাধ্যমেই সমান তালে কাজ করে চলেছেন সময়ে মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলতি বছর রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘ইনসাফ’। ছবিটির মাধ্যমে এপার বাংলায় বড় পর্দায় অভিষেক ঘটে তার। এ ছাড়া, বছর দুয়েক আগে ওপার বাংলার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসা কুড়ান তিনি। এরপর দেবের সঙ্গে একটি সিনেমার কাজের জন্য ডাক পেলেও ভিসা জটিলতার কারণে সে সময় কাজটি করতে পারেননি ফারিণ। এদিকে, বর্তমানে তিনি কলকাতা সফরে গেছেন। সেখানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। তখন তাকে দেবের নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে ফারিণ বলেন, আর বলবেন না। উনারা অনেকদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হলো না। এই তো, দিন দুই আগে ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে অপেক্ষার অবসান হলো, দেখাও হলো দেবদা’র সঙ্গে। বললেন, যাক! অবশেষে এলে। দেখা হলো আমাদের। এর আগে দেবদা’র সঙ্গে ফোনে কথা হয়েছিল। তার সঙ্গে এই প্রথম মুখোমুখি হলাম। দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের পার্থক্য নিয়ে ফারিণ বলেন- এখানকার কাজ অনেক সুসংগঠিত, পেশাদার। তবে, আমাদের তুলনায় খুব বেশি আলাদা না। এখন আমাদের বাজেটে পরিবর্তন এসেছে, বড় বাজেটের কাজ হচ্ছে। প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। আবার একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক।