মৌনি রায়ের রেস্তরাঁর খাবারের দাম নিয়ে চলছে নানা চর্চা। মৌনিকে রেস্তরাঁয় একটি রুটির জন্য ১০০ টাকা এবং একটি গোলাপজামের জন্য ৪১০ টাকা দিতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনি বলেন, আমি ভারতীয় খাবার খুব পছন্দ করি। আমার মনে হয় যে, আমাদের খুব ভালো ভারতীয় রেস্তরাঁ নেই। বিশেষ করে বেঙ্গালুরু এবং মুম্বইয়ে। তাই মান অনুযায়ী দাম ঠিক করা হয়েছে এখানে।