এক অনন্য উৎসব নিয়ে আবারো ফিরে আসছে ‘কালচারাল ফেস্ট সিজন-৩’। আগামী ৩১শে অক্টোবর ও ১লা নভেম্বর ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই উৎসব হবে সৃজনশীলতা, আনন্দ ও বৈচিত্র্যের এক দারুণ সমন্বয়। এবারের আয়োজনকে ঘিরে থাকছে এক রোমাঞ্চকর সংগীত পরিবেশনা তালিকা, যা প্রতিটি সংগীতপ্রেমীকে মুগ্ধ করবে। মঞ্চ মাতাবেন এফ মাইনর (ফিমেল ব্যান্ড), ক্যালিপসো, অলি বয় এন্ড ব্যান্ড, মেকানিক্স, অ্যাভোয়েড রাফা, রায়ট, এ কে রাহুল, ডোরা, রিপাবলিক জিরো, লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। সংগীতের বাইরেও উৎসবে থাকবে ১০০টিরও বেশি স্টল, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, ফ্যাশন সামগ্রী, হাতের তৈরি শিল্পপণ্য ও আর্ট এক্সিবিশন। পাশাপাশি থাকবে আদিবাসী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবি তুলে ধরবে। ‘কালচারাল ফেস্ট সিজন-৩’ হবে আনন্দ, উদ্যম ও মিলনের এক দারুণ অভিজ্ঞতা; যেখানে সংগীত, খাবার ও সংস্কৃতি একত্রে সৃষ্টি করবে অবিস্মরণীয় স্মৃতি। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত কালচারাল ফেস্ট আর বিকাল ৫টা থেকে চলবে কনসার্ট।