• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে  মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব : প্রধান উপদেষ্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার নোয়াখালীতে জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল বিদেশ থেকে কেনা মোবাইল নিবন্ধনে গুরুত্বারোপ ফয়েজ আহমেদ তৈয়্যবের বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে

নরওয়ে তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

নরওয়ে ২০১৬ সালে আর্কটিক অঞ্চলে তেল অনুসন্ধানের লাইসেন্স প্রদান করে তার জলবায়ু সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কিনা এই বিষয়ে ইউরোপীয় মানবাধিকার আদালত আজ মঙ্গলবার সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছর স্ট্রাসবার্গ আদালত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার জন্য একটি রাষ্ট্রের নিন্দা জানিয়ে ঐতিহাসিক প্রথম রায় জারি করে। চার বছর আগে ছয়জন নরওয়েজিয়ান কর্মী এবং পরিবেশগত এনজিও গ্রিনপিস এবং ইয়ং ফ্রেন্ডস অফ দ্য আর্থের স্থানীয় শাখা আবেদন করেছে।

এই সংগঠনগুলো অভিযোগ করে বলেছে যে, লাইসেন্স দেওয়ার আগে নরওয়ের ‘কর্তৃপক্ষ তেল উত্তোলনের ফলে জলবায়ু পরিবর্তন প্রশমনে নরওয়ের বাধ্যবাধকতার ওপর সম্ভাব্য প্রভাবের কোনো পরিবেশগত প্রভাব মূল্যায়ন করেনি।’

পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে নরওয়ে প্রায়ই জলবায়ু কর্মীদের আইনি পদক্ষেপের মুখে পড়ে।

জাতীয় আদালতে বারবার পরাজয়ের পর মামলাকারীরা ইসিএইচআরের দ্বারস্থ হন। তারা মামলাটি ইউরোপীয় মানবাধিকার সনদের সেই ধারাগুলোর ওপর ভিত্তি করে করেছেন, যা জীবনের অধিকার এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি সম্মান রক্ষার সঙ্গে সম্পর্কিত।

২০১৬ সালে নরওয়ের জ্বালানি মন্ত্রণালয় ১৩টি কোম্পানিকে বেরেন্টস সাগরে ১০টি অনুসন্ধান লাইসেন্স প্রদান করে। যার মধ্যে জাতীয় চ্যাম্পিয়ন স্ট্যাটোয়েল, যা বর্তমানে ইকুইনর নামে পরিচিত, সেইসাথে মার্কিন কোম্পানি শেভরন এবং কনোকোফিলিপস এবং রাশিয়ার লুকঅয়েল রয়েছে।

সেই সময় প্যারিস চুক্তির উপর নির্ভর করে, যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা, এনজিওগুলো জাতীয় আদালতে আপিল করে, যুক্তি দেয় যে লাইসেন্সের সুবিধা প্রদান সংবিধানের একটি সুস্থ পরিবেশের অধিকার নিশ্চিত করার ধারার পরিপন্থী।

ইসিএইচআর এক বিবৃতিতে বলেছে, ‘এই মামলাটি জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রতিকূল প্রভাব থেকে মানুষের জীবন, স্বাস্থ্য, সুস্থতা এবং জীবনের মানের ওপর কার্যকরভাবে রক্ষা করার বাধ্যবাধকতার পদ্ধতিগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে।’

নরওয়ের সুপ্রিম কোর্ট ২০২১ সালে রায় দেয় যে এই লাইসেন্স প্রদান জীবনের জন্য ‘বাস্তব ও তাৎক্ষণিক বিপদ’ সৃষ্টি করে না।

শেষ পর্যন্ত, কোনো ব্যবহারযোগ্য তেল মজুত না পাওয়ায় সব লাইসেন্সই ফেরত দেওয়া হয়।

গত বছর, ইসিএইচআর জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ না নেওয়ার জন্য সুইজারল্যান্ডের নিন্দা জানিয়ে একটি রায় জারি করে, যা কোনও রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম রায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা