পেকুয়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৭ অক্টোবর সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত মেয়েটি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে ছাত্রীর মা পেকুয়া সদর ইউপির পশ্চিম বাইম্যাখালী এলাকার বাসিন্দা ফোরকানের স্ত্রী সানজিদা খানম পাখি বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় একই এলাকার মাহামুদুল করিম প্রকাশ পেঠানের ছেলে হাছান শরীফ প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ওই ছাত্রী তার পিতা-মাতাকে অবগত করে। তারা ছেলের পিতা-মাতাকে এ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে। অপহৃতের মা সানজিদা খানম পাখি জানান, আমার মেয়ে সকালে প্রাইভেট পড়তে বের হয়ে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গেইট সংলগ্ন সড়কে পৌছলে ওই ছেলেসহ ২/৩ মিলে আমার মেয়েকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পেকুায়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে