দীর্ঘ বিরতির পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে মাঠে নামবেন তিনি।
গত মে মাসে আইপিএল খেলার পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি নরকিয়া। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই। এবার তিনি ডারবানের দল ডলফিনসের হয়ে খেলবেন টুর্নামেন্টটিতে এবং শনিবার কিংসমিডে টাস্কার্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন ৩০ বছর বয়সী এই গতিতারকা। পিঠের স্ট্রেস রিঅ্যাকশন ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার শীতকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কিংবা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের দলে ছিলেন না নরকিয়া। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
এর পর তাকে টেস্ট দলে ফেরানোর পরিকল্পনাও ছিল, কিন্তু টানা ইনজুরি-প্রথমে পায়ের আঙুল ভাঙা, এরপর পিঠের চোট-তার সেই সুযোগ কেড়ে নেয়। এসএ২০ লিগ খেলতে পারেননি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার পর আবারও মাঠের বাইরে চলে যান। এরপর শুরু করেন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া, যার পর তিনি এখন সম্পূর্ণ ফিট।
ডলফিনসের দেওয়া এক বিবৃতিতে নরকিয়া বলেন, ‘ব্যক্তিগতভাবে এবং দলের দৃষ্টিকোণ থেকেও মাঠে ফিরতে পারা দারুণ একটি অনুভূতি। আমি সবসময়ই ইতিবাচক, উদ্দীপ্ত ও উচ্ছ্বসিত থাকি। তবে যখন পুনর্বাসনের শেষ পর্যায়ে থাকেন, তখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে ইচ্ছে করে। শেষ কয়েক সপ্তাহই ছিল সবচেয়ে কঠিন সময়।’