ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরাতে হলে আজকের ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে আরও বড় ইনিংস খেলে।
প্রথম ম্যাচে শুরুতে ধীরগতির ব্যাটিংয়ের পর শেষ ওভারে ঝড় তোলে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও রোভম্যান পাওয়েলের দুর্দান্ত জুটিতে ক্যারিবীয়রা দাঁড় করায় ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর দুজন গড়েন ৪৬ বলে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটি। হোপ ২৮ বলে অপরাজিত ৪৬ ও পাওয়েল ৪৪ রানে অপরাজিত ছিলেন। দুজনই মারেন ১টি চার ও ৪টি ছক্কা।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারের মধ্যেই ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে তানজিম হাসান সাকিব (৩৩), নাসুম আহমেদ (২০), তাসকিন আহমেদ (১০) ও মোস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানে বড় ব্যবধানের হার এড়ায় দলটি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় টাইগাররা।
প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমি মনে করি, তারা (ওয়েস্ট ইন্ডিজ) প্রথম ১০ ওভারে সত্যিই ভালো ব্যাটিং করেছে। উইকেট ধীরগতির ছিল। আমরা যদি শুরুতে কয়েকটি উইকেট নিতে পারতাম, তাহলে ওরা চাপে পড়ত।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ ওভার ছাড়া আমাদের বোলিং মোটামুটি ভালো ছিল। আমরা এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই।’
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ প্রথম ম্যাচের জয় নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘যখন পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়, তখন সবকিছুই সহজ হয়ে যায়—বিশেষ করে একজন অধিনায়ক হিসেবে। পুরো কৃতিত্ব দলের ছেলেদের, তারা সব বিভাগেই ভালো খেলেছে।’
টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকলেও, ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের ক্ষত মুছতে চাইছে ক্যারিবীয়রা।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে, আর প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আগের কম্বিনেশনই রাখতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার—বাংলাদেশ জিতেছে ৮টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টিতে, আর বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
চট্টগ্রামের গরম আবহাওয়া আর ঘরের মাঠের সমর্থন—দুই-ই আজ টাইগারদের পাশে। এখন দেখার বিষয়, লিটনদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সিরিজে ফিরতে পারে কি না বাংলাদেশ।