• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমা চাইবে না ফ্যাসিস্ট হাসিনা : লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে ‘একবিংশ শতাব্দীতে স্বৈরাচার হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই’ : প্রেস সচিব বাংলাদেশিসহ উদ্ধার ৯০, লিবিয়ার উপকূলে নৌকাডুবি প্রধান উপদেষ্টার সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান  ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে বন্দুক ও গুলি উদ্ধার ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে বন্দুক ও গুলি উদ্ধার নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক : প্রধান উপদেষ্টা রাতের আঁধারে ধানক্ষেতে ফেলে গেল পরিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা কটিয়াদী বাজারে  ‘এ ক্যাটাগরি’ করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বি ও সি ক্যাটাগরি নুরের ক্ষোভ

ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে বন্দুক ও গুলি উদ্ধার

রংপুর প্রতিনিধি / ৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মিঠাপুকুরে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্ধুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

২৮ অক্টোবর রাত ৯ টার দিকে রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, মিঠাপুকুর থানাধীন মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নস্থ জায়গীরহাট টু ফেডারেশন বাজার মূখী পাকা রাস্তার ৫০ ফিট দক্ষিণে জনৈক রবিউল ইসলামের সুপারি এবং কলাবাগানে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা পুলিশ পরিদর্শক(এসআই) তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে, সরকারি গাড়ি রেখে ঘটনাস্থলে অবস্থান নেয়। ২৮ অক্টোবর রাত ৯ টার দিকে উক্ত কলাবাগানে অভিযান পরিচালনা করে সাদা প্লাষ্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্দুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করে।

নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (ডিবি) তাজেদার আলম ফারুকী বলেন, এঘটনায় কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। রাতে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। কেউ জড়িত থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা