এবার ‘কাঠগোলাপ’ সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সিনেমাটি সার্টিফিকেশনবিহীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। ২০২৩ সালের ২১শে সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন প্রযোজক ফরমান আলী। প্রায় দুই বছর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে আটকে ছিল। পরে সিনেমাটির ছাড়পত্র পেতে আপিল আবেদন করেন প্রযোজক। কেন সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি। তবে প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আপিল আবেদন নাকচের কারণে বর্ণিত চলচ্চিত্রটি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরণসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, দিলরুবা দোয়েল ও মেঘলা মুক্তা। তাদের একজন গৃহিণী, একজন করপোরেট চাকরিজীবী, একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এতে আরও অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন
হাবিব।