
রংপুর, ২৮ অক্টোবর:
রংপুর জেলা প্রশাসকের স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিল মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফুলের তোড়া প্রদান করে তাঁকে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে উপপরিচালক ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম, নাগরিক সনদ প্রদান প্রক্রিয়া, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। জনগণের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।