নরসিংদীর পলাশে বৃদ্ধা নারীকে উদ্ধার করলেন স্থানীয় যুবকরা
নরসিংদীর পলাশ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে পরিবারের সদস্যরা এক বৃদ্ধা নারীকে ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে। পরে তাঁর কান্নার শব্দ শুনে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ধানক্ষেতের দিক থেকে কান্নার আওয়াজ শুনে তারা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, এক বৃদ্ধা নারী কাঁদছেন ও অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধাকে তাঁর পরিবারের সদস্যরা অবহেলা ও পারিবারিক ঝামেলার কারণে ফেলে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়।