২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান’ সংগীত প্রতিযোগিতা থেকে পেশাগত সংগীতে যাত্রা শুরু নাসরিন আক্তার বিউটির। এরপর থেকে তার নাম হয়ে যায় ‘লালনকন্যা’। সম্প্রতি লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে পারফর্ম করেছেন এই শিল্পী। এ বিষয়ে তার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, আমি তৃতীয় দিন সেখানে গান করেছি। এবার তিরোধান দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে। এবার একটা বিষয় খুব ভালো লেগেছে। প্রতিবার ওখানে শৃঙ্খলার ঘাটতি থাকে। তবে, এবার সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম। খুব ভালো প্রটোকল মেইনটেইন করা হয়েছে। প্রত্যেকটা শিল্পীর জন্য আলাদা জোন তৈরি করা হয়েছে। ২০০৫ সালে এই তিরোধান দিবসে আমাকে সংবর্ধনা দিয়েছিল। তখন আমি শিশুশিল্পী হিসেবে পারফর্ম করেছিলাম। স্টেজ শো নিয়ে বিউটি বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওপেন কনসার্ট করেছি। এ ছাড়া, ইন্ডিয়ান হাইকমিশন জাদুঘরেও ওপেন কনসার্ট করেছি। তবে, এখন আগের মতো কনসার্ট নেই বললেই চলে। এর একটা বড় কারণ প্রটোকল মেইনটেইন হচ্ছে না। প্রশাসনিক অবস্থাও ভালো না। এদিকে সম্প্রতি ‘ভোরের পাখি’ শিরোনামে একটি গান প্রকাশ হয়ে বিউটির। গানটির গীতিকার এইচ.ভি ওয়াহিদ এবং সুরকার পলাশ লোহা। ‘যখন তোমায় মনে পড়ে’- শিরোনামেও আরেকটি গান বের হয়েছে। গানটির গীতিকার ও সুরকার রওনক রায়হান। সামনে ছয়টা গানের একটি অ্যালবাম আসবে মিউজিক ভিডিও আকারে। বর্তমানে গানের অবস্থা প্রসঙ্গে বিউটি বলেন, সংগীতাঙ্গনের সেই স্বর্ণযুগ আর নেই। নতুন গান প্রকাশের যেই রমরমা পরিস্থিতি ছিল, সেটা হারিয়ে গেছে। ওপেন এয়ার কনসার্টও হচ্ছে না। তবে শিল্পীদের তো আশা নিয়ে বাঁচতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি।