জেলার সবচেয়ে বড় করদাতা এই ভৈরব উপজেলা। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলজংশন যোগাযোগ, নৌ-বন্দর রয়েছে এই উপজেলায়। তাহলে কিশোরগঞ্জকে কেন জেলা করা হলো?
বাংলাদেশের অর্থনৈতিক ভাবে উন্নত একটা ইউনিয়ন হচ্ছে ঢাকার সাভার। সাভারকে কেন জেলা করা হলো না? গাজীপুরের টুঙ্গি এতো উন্নত, তাও কেন জেলা হলো না! নারায়নগঞ্জের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এতো উন্নত তাও কেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ জেলা না হয়ে কেন নারায়নগঞ্জ নামে জেলা হলো! চট্রগ্রাম ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সুপরিচিত।
তাহলে ঢাকাকে কেন রাজধানী করা হলো?
তাহলে অবশ্যই জেলার করার পিছনে অন্যান্য বিষয়গুলো রয়েছে। রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, সংস্কৃতি, কেন্দ্রীভূত অবস্থান ও নানান বিষয়।
আমার জেলা হবে বাজিতপুর।