লালমাই উপজেলার শিকারীপাড়া বাইতুল কোরআন মাদ্রাসার আয়োজনে নুরানি মক্তব ভিত্তিক সহীহ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মোতাহার হোসেন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন পিনাকী গ্রুপের পরিচালক এ এইচ এম কামরুজ্জামান শাহীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ বাংলাদেশ তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মাওলানা মো. মফিজুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মাওলানা আবুল খায়ের এবং দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিকারীপাড়া বাইতুল কোরআন মাদ্রাসার একাডেমিক কো-অর্ডিনেটর মাও মাছুম বিল্লাহ।
বক্তারা বলেন, পবিত্র কোরআনের সঠিক শিক্ষা ও তেলাওয়াত সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে কোরআন চর্চার আগ্রহ বাড়াবে এবং প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।