ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা ও জেলা এ্যাডহক কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এ্যাডহক কমিটির আহবায়ক কাজী কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মো. সামছুদ্দীন ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস. এম. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাজান কামাল, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব, এবং খুলনা মহানগর সদস্য সচিব মো. তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পৌর বিএনপি নেতা আল মামুন রাজুসহ আরও অনেকে।
এসময় কাজী কামরুজ্জামানকে আহবায়ক এবং সিরাজুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট জেলা এ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন —
সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন, যুগ্ম আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, এমাদুল হক খান, হুমায়ুন কবির ডাবলু, সদস্য শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবু হেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইসলাম কচি, শামীম কোরাইশী লাল্টু, তোফায়েল হক, মো. মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু, ও সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।
সভায় বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেবল একটি ক্রীড়া সংগঠন নয়; এটি তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”