• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ট্রাম্পের প্রভাব ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে প্রস্তাব ভোট

আন্তর্জাতিক ডেস্ক / ২২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

ক্যালিফোর্নিয়ায় বিপুল ভোটে পাস হয়েছে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব।

রিপাবলিকান শাসিত রাজ্যগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জেরিম্যান্ডারিং’ (নির্বাচনী সুবিধা নিতে সীমানা পরিবর্তন) প্রচেষ্টার মোকাবিলা করতে এই ভোটের ডাক দিয়েছিল ডেমোক্র্যাটরা।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ঐতিহ্যগতভাবে উদারপন্থী এই রাজ্যে বিপুল সংখ্যক ভোটার প্রস্তাবটির পক্ষে রায় দিয়েছেন। প্রচারণায় একে তুলে ধরা হয়েছিল ‘ট্রাম্পকে জবাব দেওয়ার’ সুযোগ হিসেবে।

‘প্রপোজিশন ৫০’ নামে পরিচিত প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ ভোটে পাস হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এটি বড় ব্যবধানে পাস করবে।

ফলাফলটি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের জন্য বড় জয়।

ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে নিজের অবস্থান আরও জোরালো করছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা