গুণী সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। বিভিন্ন মাধ্যমের গান নিয়ে ব্যস্ত তিনি। ক’দিন আগে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘প্রেম আমার’। গানটি তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আভরাল সাহির। এর সুর-সংগীতও করেছেন তিনি। মিউজিক ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। আর এতে মডেল হয়েছেন প্রিয়ন্তী উর্বি। গানটি থেকে কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে এ গায়িকা বলেন, ইতিমধ্যে এটি তিন লাখ ভিউ অতিক্রম করেছে। টিকটকেও ভাইরাল। সবাই রিল বানাচ্ছে। আবার আমাকে অনেকে রিল পাঠাচ্ছেও। কাজটা তো অডিয়েন্সের জন্যই করা। তারা যেহেতু গানটি এত পছন্দ করেছে, একজন শিল্পীর জন্য তো এটাই সবচেয়ে বড় পাওয়া। যোগ করে এ গায়িকা বলেন, বর্তমানে অস্থির সময় চলছে দেশে। ভালো গান তৈরি হচ্ছে কম। এ ছাড়া মেলোডি নির্ভর গানে কোম্পানিগুলোও ইনভেস্ট করতে চায় না। সেক্ষেত্রে অনুপম মিউজিক যে এটায় ইনভেস্ট করবে এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। এ ছাড়া আর কি কি গান করছেন? সম্প্রতি বেশ কিছু গান করেছি। তবে এগুলোর রেকর্ডিং শেষ কিন্তু মিউজিক ভিডিও করা বাকি। নতুন একটি গান তৈরি হয়ে আছে। শিরোনাম ‘পাখি’। এটা চটুল টাইপের গান। গানটির গীতিকার ওপার বাংলার প্রিয় চট্টোপাধ্যায় এবং সুরকার আকাশ সেন। আমার সঙ্গে আকাশ সেনও গানটিতে কণ্ঠ দেবেন। স্টেজ শোয়ের কি অবস্থা? উত্তরে তিনি বলেন, টুকটাক করছি। প্রোগ্রাম কমে গিয়েছে। তবে দেশের এত বৈরিতার মধ্যেও থেমে নেই শিল্পীরা। শিল্পীদের আসলে লেগে থাকতে হয়। আর আমি করপোরেট শো বেশি করি। তবে ওপেন এয়ার কনসার্ট কম হচ্ছে। গান নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে হৈমন্তী বললেন, ইদানীং ফোক গান বেশি করা হচ্ছে। সম্প্রতি সিএমভি-এর জন্য ফোক গান গেয়েছি। এ ছাড়া আমার গাওয়া একটি ফোক গান ‘নিশা লাগিলো রে’ ১৮ মিলিয়ন ভিউ ক্রস করেছে।