আসনের সর্বস্তরের জনতার প্রাথমিক বিজয় হয়েছে। বিএনপি’র মনোনয়ন পেয়েছেন ভাটিবাংলার অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। জননেতা ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি আমরা হাওরবাসী অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ১৯৯৬ সাল থেকে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষের ভালোবাসা পেয়ে এসেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে এটি এক পরম পাওয়া। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সবাইকে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।