• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

রাতের আকাশে ‘সুপার ব্লাড ব্লু মুন’

তথ্য প্রযুক্তি ডেস্ক / ৩৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চাঁদ নিয়ে একসঙ্গে তিনটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে বুধবার। বিজ্ঞানীরা একে বলছেন “সুপার ব্লাড ব্লু মুন। ৩৬ বছর পর বুধবার সন্ধ্যায় ভিন্ন আবেদনে ধরা দেবে পৃথিবীর নিকটতম প্রতিবেশী।

চাঁদের সাথে একসঙ্গে যে তিনটি ঘটনা ঘটবেএক্সট্রা বিগ সুপার মুনব্লু মুন ও পূর্ণ চন্দ্রগ্রহণ। উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলএশিয়ামধ্যপ্রাচ্যরাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে এই ঘটনা অবলোকন করবেন অনুসন্ধিৎসু মনের মানুষ।

একই মাসের মধ্যে দুবার পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমাকে “ব্লু মুন” বলা হয়। সাধারণত প্রতি দুই বছর আট মাস অন্তর “ব্লু মুন” ঘটে। সেই সাথে হবে সুপার মুন। এই ঘটনায় পৃথিবী থেকে দূরত্ব খানিকটা কমে যাওয়ায় স্বাভাবিক অবস্থা থেকে শতকরা ১৪ ভাগ পর্যন্ত বেশি বড় এবং ৩০ ভাগ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাবে চাঁদ।

শুধু তাই নয়, চাঁদ এক পর্যায়ে পৃথিবীর ছায়ায় ঢেকে সাদা থেকে কমলা বা লাল বর্ণ ধারণ করবে। ফলে দেখা যাবে পূর্ণ চন্দ্র গ্রহণ। এক ঘণ্টা ১৬ মিনিট মোটামুটি সরলরেখায় অবস্থান করবে চাঁদপৃথিবী ও সূর্য। এশিয়ামধ্যপ্রাচ্যপূর্ব রাশিয়াঅস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে সন্ধ্যার শুরুতেই এই পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এই তিন ঘটনাকে একত্রে বলা হচ্ছে “এস্ট্রোনোমিকাল ট্রাইফ্যাক্টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা