মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩১ অক্টোবর (শুক্রবার) লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে “এফবি ফাতেমা” নামের ফিশিং বোটটি ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। কিন্তু ১ নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।
পরে মোবাইল নেটওয়ার্কে আসার পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। বিষয়টি জানার পর কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
দুপুর ২টার দিকে কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে বিকল বোটসহ ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বোট ও জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,
মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।