বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজগুলোর অন্যতম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেবের উদ্যোগে।
১৯৯২ সালে বাজিতপুরের গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত এই কলেজটি আজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, দক্ষ শিক্ষকবৃন্দ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিবছর শত শত শিক্ষার্থী এখানে চিকিৎসা শিক্ষা অর্জন করছে।
স্থানীয়রা বলেন, “জহুরুল ইসলাম মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণের এক অনন্য উদাহরণ।”
কলেজের সঙ্গে যুক্ত শিক্ষকরা জানান, মরহুম জহুরুল ইসলামের স্বপ্ন ছিল গ্রামেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই আজ এই প্রতিষ্ঠান হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজগুলোর একটি।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে কিশোরগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের কাছে নির্ভরতার প্রতীক। এখানকার চিকিৎসাসেবা, প্রশিক্ষণ এবং গবেষণার মান বাংলাদেশের চিকিৎসা খাতে এক নতুন অধ্যায় রচনা করেছে।