• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি মাসে সরকারি কর্মজীবীদের টানা ৩ দিনের ছুটি চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে গেস্ট হাউজের ম্যানেজার নিখোঁজ, লাখাধিক টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি সম্পূর্ণ প্রস্তুত: সচিব আখতার আহমেদ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ‘১০ ভোট পেলেও আমরা একাই নির্বাচন করব’ : এনসিপি গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে : নুর খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ : মির্জা আব্বাস খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ জুবাইদা রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে : মো. তৌহিদ হোসেন

শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’২০২৫ সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি : / ৯১ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পৃষ্ঠপোষকতায় মৌলভি ছাঈদুল হক  ফাউন্ডেশন পরিচালিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজার জেলায় ৪টি উপজেলায়  ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন পরিচালিত পূর্ব নির্ধারিত ৬কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। জানা যায়, চকরিয়া উপজেলায় চকরিয়া গ্রামার স্কুল,মালুমঘাট আইডিয়াল স্কুল, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়,পেকুয়া উপজেলায় একমাত্র কেন্দ্র পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়া উপজেলার একমাত্র কেন্দ্র কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ এবং মহেশখালী উপজেলায় আহমদিয়া  তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল  মাদ্রাসা কেন্দ্রে অর্থাৎ জেলাব্যাপী ৬ কেন্দ্রে এক যোগে শহীদ জিয়াউর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর প্রেস সচিব,পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। এ বৃত্তি পরীক্ষায় চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে রেজিষ্ট্রেশনকৃত  ৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৯,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৫  জনের মধ্যে ৪৫৫ জন,মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে  ৪২৫ জনের মধ্যে ৪১৪ জন,কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৭০ জনের মধ্যে  ৬৬৫ জন,আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৪১ জনের মধ্যে ৩০৫ জন এবং ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ৩১৬ জনের মধ্যে ৩০৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মোট রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী সংখ্যা ছিল ২৯০১জন এবং  ১১৭ জন শিক্ষার্থীকে অনুপস্থিত দেখা যায়। ফলে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২৭৮৪ জন। শহিদ জিয়াউর রহমান স্মৃতিবৃত্তি মেধা বৃত্তি পরীক্ষা কমিটির  আহবায়ক ও পেকুয়া বিএমআই ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদুল আলম  চৌধুরী বলেন,আমি ২০০৫ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত একটানা এই বৃত্তি পরীক্ষার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে  আসছিলাম। কিন্তু ২০১৯ সাল হতে তৎকালীন সরকারের রোষানলে পড়ে এই বৃত্তি পরীক্ষা দীর্ঘ ৬ বছর বন্ধ ছিল। ৫ আগস্ট পট পরিবর্তনের ফলে  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর সার্বিক নির্দেশনায় পুনরায়  শুরু হল।বেশ উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখেছি। এছাড়াও তিনি মনে করেন,এ ধরণের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লেখা-পড়া করার প্রবল আগ্রহ ও প্রতিযোগিতার মানসিকতা সৃষ্ঠি হয় যা খুবই ইতিবাচক। আগামী ১০ডিসেম্বর শহীদ জিয়াউর রহমান বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা