কুমিল্লা, সোমবার (১০ নভেম্বর):
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
আটক বিল্লাল হোসেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিল্লাল হোসেনের ভগ্নিপতি মফিজুল ইসলাম গণমাধ্যম কে জানান ,
“তিনি ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে দলীয় রাজনীতি থেকে দূরে রেখে তাকে কোণঠাসা করা হয়। গত ৮ বছর ধরে স্থানীয় হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের নির্যাতনের শিকার তিনি।”
তিনি আরও দাবি করেন,
“তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। সোমবার রাত ১০টার দিকে হঠাৎ ডিবি পুলিশের একটি টিম এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা জানতে চাইলেও কোনো কারণ জানানো হয়নি।”
এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,
“সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার সকালে বিস্তারিত জানানো হবে।”








