“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১২ নভেম্বর (বুধবার) কুমিল্লা জেলার লালমাই উপজেলায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
র্যালি ও আলোচনা এবং কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
সুজন এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন এর উপদেষ্টা ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমাই উপজেলার সাবেক আমির এইচ এম নূর উল্লাহ। সুজন এর সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন এর লালমাই উপজেলা কমিটির সভাপতি শরিফ মজুমদার, নির্বাহী সদস্য কাজী মাসুদ রানা, অর্থ সম্পাদক রুহুল আমিন, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক তমাল বণিক ও সদস্য আক্তারুজ্জামান বাবলু।