যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবার সেই প্রতিষ্ঠান থেকেই পুরস্কার পেলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। শুধু তাই নয়, নিজ বিশ্ববিদ্যালয়ে শোনালেন গানও। নিজের অন্যরকম এ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পুতুল বলেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে সংগীতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি আমি। পূর্ণ বৃত্তি পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় জীবন সমাপ্ত করেছি। তাই ইউডা’র কাছে কৃতজ্ঞ আমি। যখন বিশ্ববিদ্যালয় জীবন শুরু করি, তখন সংগীতাঙ্গনে আমি পুরোদস্তুর একজন পেশাদার শিল্পী হিসেবে কাজ করছি। দেশ-বিদেশে অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শুটিংয়ের জন্য প্রায়ই অনুপস্থিত থাকতাম ক্লাসে। এমনকি পরীক্ষার সময়ও অনেক সময় কাজ থাকতো। পুতুল আরও বলেন, বিষয়গুলো সহজ করে দিয়েছিলেন আমার সংগীত বিভাগের শিক্ষকরা। এই অকুণ্ঠ সমর্থনের জন্য একটিও সেমিস্টার বিরতি না দিয়ে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করা সম্ভব হয়েছে। পুতুল বলেন, দিনটা বিশেষ দিন। ভীষণ সম্মানের, ভীষণ আবেগের এই দিনটা আমার কাছে। বিশ্ববিদ্যালয় আজ সম্মানসূচক পুরস্কার দিলো সংগীতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য। এ এক অভাবনীয় আনন্দ! এক ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ে গান গাওয়ার ছবি পোস্ট করে পুতুল লিখেন, নিজের বিশ্ববিদ্যালয়ে গান গাওয়া অন্যরকম রোমাঞ্চের।