জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডেও ছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেয়া এ গায়িকা এবার পেলেন আরও একটি সম্মাননা। সংগীতে বিশেষ অবদানের জন্য ‘অপরাজিতা অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ন্যান্সি। এদিকে, তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন গান ও স্টেজ শো নিয়ে। পাশাপাশি মনের মতো হলে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিচ্ছেন এ সংগীত তারকা।