আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক তামিম ইকবাল। এ জন্য তিনি আগামী ২৩ নভেম্বর নির্ধারিত খেলোয়াড় নিলাম থেকে তার নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন।
রবিবার ক্রিকবাজকে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তামিম বলেন, ‘হ্যাঁ, (আমি বিপিএলে অংশ নিচ্ছি না) কারণ আমি শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার) আমার নাম খেলোয়াড় ড্রাফট থেকে সরিয়ে দিতে অনুরোধ করেছি।’
২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতি আসরেই অংশ নিয়েছেন তামিম এবং প্রতিযোগিতায় অন্যতম সফল ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন তিনি।
নেতৃত্বে ও ব্যাট হাতে দু’ভাবেই ফরচুন বরিশালকে টানা দুইবার শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তামিম।
তবে তার এবারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের না, কারণ এর পেছনে কয়েকটি কারণ রয়েছে-স্বাস্থ্যগত সমস্যা এবং প্রস্তুতির স্বল্পতা দেখিয়ে ফরচুন বরিশালের এবারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো অন্যতম।
৩৬ বছর বয়সী তামিম ২০২৪ সালের মার্চ থেকে পেশাদার ক্রিকেটের বাইরে। ওই সময় এক ঘরোয়া ম্যাচ চলাকালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর থেকেই তিনি দ্রুত মাঠে ফেরার চেয়ে পুনর্বাসনে মনোযোগ দেন।
এ ছাড়া, তামিম সম্প্রতি ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তিনি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।