জুলাই গণঅভ্যুত্থানে নিহত মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী বলেছেন যে তারা শুধু রায়ের অপেক্ষায় নীরব থাকতে চান না; পরিবারের দাবি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবরিনা আফরোজ সেবন্তী বলেন,
“আমরা শুধু এই রায়েই চুপ থাকতে চাই না। আমাদের দাবি, তাকে দেশে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। কারণ, সে যা করেছে, আমার ভাইকে এবং বাকি অনেক মায়ের বুক খালি করেছে… আমরা ততক্ষণ পর্যন্ত থামব না, যতক্ষণ পর্যন্ত তার শেষ না দেখি।”
তবে তিনি আরও বলেন,
“শহীদ পরিবার হিসেবে অবশ্যই আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু আদালত যদি অন্য কিছু মনে করেন, আমরা সেটা আদালতের ওপরই ছেড়ে দিচ্ছি। আমরা চাই ন্যায়বিচার—যতটুকু তার প্রাপ্য, ততটুকু শাস্তি দেওয়া হোক।”
সাবরিনা অভিযোগ করেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচার মোকাবিলায় আগ্রহী নন। তার ভাষায়,
“আমি মনে করি, তার যদি সেই সৎ সাহসটা থাকতো, তবে সে দেশে এসে আদালতের কাঠগড়ায় দাঁড়াতো।”
২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা কলেজের ছাত্র মাহামুদুর রহমান সৈকত।
প্রথমে পরিবার মামলা করতে না চাইলে আন্দোলনের চাপ ও রাজনৈতিক পরিবর্তনের পর তার বাবা মাহাবুবের রহমান ২০২৪ সালের ২৫ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি এবং পুলিশ সদস্যদের আসামি করা হয়।