• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি মাসে সরকারি কর্মজীবীদের টানা ৩ দিনের ছুটি চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে গেস্ট হাউজের ম্যানেজার নিখোঁজ, লাখাধিক টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি সম্পূর্ণ প্রস্তুত: সচিব আখতার আহমেদ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ‘১০ ভোট পেলেও আমরা একাই নির্বাচন করব’ : এনসিপি গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে : নুর খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ : মির্জা আব্বাস খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ জুবাইদা রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে : মো. তৌহিদ হোসেন

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান : ২১২ রানের

থেলাধুলা ডেস্ক / ১৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

২১২ রানের লক্ষ্য সহজেই তাড়া করে ৬ উইকেটে তৃতীয় ওয়ানডে জিতল পাকিস্তান। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে দলটি। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের তিন উইকেটসহ সমন্বিত বোলিং এরপর ফখর জামানের ঝলমলে সূচনা ও মোহাম্মদ রিজওয়ান ও হুসেন তালাতের ম্যাচজয়ী জুটি-সব মিলিয়ে স্বাচ্ছন্দ্যেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। ৫.২ ওভার হাতে থাকতেই জয় তুলে নেয় তারা।

যদিও শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। মাত্র ১২ বলে শূন্য রানে হাসিবউল্লাহ খানকে সাজঘরে ফেরান মহেশ থিকশানা। তবে ফখর জামান দ্রুত ছন্দে ফিরে আসেন। প্রমোদ মাদুশান ও থিকশানার বিরুদ্ধে দারুণ টাইমিংয়ে তিনি খেলেন ৪৫ বলে ৫৫ রানের ইনিংস, যেখানে ছিল ৮টি চার। বাবর আজমকে সঙ্গে নিয়ে ৮২ রানে পৌঁছে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যান।

কিন্তু ম্যাচে ফেরে শ্রীলংকা। জেফরি ভ্যান্ডারসে দুর্দান্ত স্পেলে একাই ম্যাচের চিত্র পাল্টে দেন। তিনি প্রথমে গভীরে ক্যাচ দিয়ে ফখরকে ফেরান, এরপর সোজা বলেই বোল্ড করেন বাবরকে (৩৪) এবং সালমান আগাকে এলবিডব্লিউ করে পাকিস্তানকে ১১৫/৪-এ বিপদে ফেলে দেন।

তবে রিজওয়ান তুলে নেন ওয়ানডেতে নিজের ১৯তম ফিফটি এবং ৯২ বলে অপরাজিত ৬১ রানে শেষ করেন ম্যাচ। মাত্র চারটি চার ছিল তার ইনিংসে। পাশে ছিলেন তালাত, যিনি ৫৭ বলে অপরাজিত ৪২ রানে দৃঢ় সঙ্গ দেন।

তাদের ১০০ রানের লক্ষ্যমাত্রাহীন, নিশ্চিন্ত জুটি শ্রীলংকার কোনো প্রত্যাবর্তনের সম্ভাবনাই রাখেনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে আবারও ‘স্টার্ট–কিন্তু–পরিণতি নেই’ রোগে ভুগেছে শ্রীলংকা। মাত্র ৪৫.২ ওভারে অলআউট হয় ২১১ রানে, যদিও শীর্ষ সাত ব্যাটারের ছয়জনই সেট হয়েছিলেন।

পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ইতিবাচক সূচনায় ৮ ওভারে স্কোর ছিল ৫৫/০। কিন্তু দুজনই পরপর আউট হন-নিসাঙ্কা হারিস রউফের বলে বোল্ড (২৪) ও মিশারা ওয়াসিম জুনিয়রের বলে ক্যাচ (২৯)।

এরপর কুশল মেন্ডিস ও সাদিরা সামারাভিক্রমার ৪৩ রানের জুটি কিছুটা স্থিতি আনে। কিন্তু মেন্ডিসকে (৩৪) বোল্ড করেন ওয়াসিম এবং এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে সস্তায় আউট হওয়ায় দল পড়ে যায় সমস্যায়-১৪৩/৫।

৪৮ রানের দারুণ ইনিংসে লড়াই চালিয়ে যাওয়া সামারাভিক্রমাকে ফয়সাল আকরামের টার্নিং ডেলিভারি বোল্ড করলে ভেঙে পড়ে শ্রীলংকার প্রতিরোধ। ফয়সাল ও রউফ দুজনেই নেন দুই উইকেট করে।

শেষ দিকে পাওয়ান রত্নায়েকের ৩২ রানের চেষ্টা সঙ্গীহীন থেকে যায়। ৪৬তম ওভারে রানআউটে শেষ হয় লঙ্কান ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২১১ অলআউট (৪৫.২ ওভার) – সামারাভিক্রমা ৪৮, ওয়াসিম ৩–৪৭

পাকিস্তান: ২১৫/৪ (৪৪.৪ ওভার) – রিজওয়ান ৬১*, ফখর ৫৫; ভ্যান্ডারসে ৩–৪২

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী এবং সিরিজ ৩–০ ব্যবধানে জিতল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা