এ চুক্তির আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল (এলসিটি) ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাবে বিদেশি স্বনামধন্য এই প্রতিষ্ঠান তবে টার্মিনালের মালিকানা চট্টগ্রাম বন্দরের কাছেই থাকবে। ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত লালদিয়া টার্মিনাল হবে বাংলাদেশের সবচেয়ে বড় একক ইউরোপীয় ইকুইটি বিনিয়োগ। নতুন টার্মিনালে দ্বিগুণ বড় জাহাজ গ্রহণ, ২৪/৭ কার্যক্রম এবং রাতের নৌ–চলাচল সক্ষম করবে। এতে মাল পরিবহন ব্যয় কমবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং লজিস্টিকস খাতে নতুন এফডিআই আকৃষ্ট হবে।