দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশীর নতুন সিনেমা ‘নূর’ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে নায়ক-নায়িকার একটি চুম্বন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরিচালক রায়হান রাফীর সিনেমা ‘নূর’-এ শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। গত মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। তার আগেই কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ছড়িয়ে পড়া ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। গল্পের প্রয়োজনে পরিচালক দৃশ্যটির শুটিং করেছেন। তবে, সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি। জানা যায়, চুমুর দৃশ্যটির শুটিং হয়েছে পাবনায়। এই দৃশ্যের শুটিংয়ের আগে পরিচালক কয়েক দফা আলোচনা করেন নায়ক-নায়িকার সঙ্গে। তারা সেই দৃশ্য ধারণে সানন্দে রাজি হন। কিন্তু শুটিং শুরু হলে নায়ক-নায়িকার অস্বস্তি তৈরি হয়। তারা পরিচালকের সঙ্গে আলাপ করেন। তাদের পক্ষ থেকে পরিচালককে বলা হয়, দৃশ্যটা এমনভাবে ধারণ করতে; যাতে পর্দায় কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়। তারপর নায়ক-নায়িকার আন্তরিক সহযোগিতায় দৃশ্যটি ধারণের কাজ শেষ হয়। ‘নূর’ সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন, সুর-সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন ইমরান। ‘নূর’ ছবিটি দ্রুতই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপ প্লাসে।