বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাঁর পরিবারের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাসসকে বলেন, “বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।”
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রয়োজনীয় প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতায় সহায়তা দেওয়া হয়েছে।
শফিকুল আলম দেশবাসীর উদ্দেশে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতীয় নেত্রী হিসেবে তাঁর সুস্থতা কামনা করা দেশবাসীর নৈতিক দায়িত্ব।
বেগম জিয়া বর্তমানে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও চিকিৎসা–সংক্রান্ত সব বিষয়ে পরিবার ও চিকিৎসকগণ নিবিড় নজরদারি রাখছেন।
সরকারের সহযোগিতা ও চিকিৎসা ব্যবস্থাপনায় অগ্রগতির বিষয়ে শিগগিরই আবারও বিস্তারিত জানানো হবে বলে সূত্র জানিয়েছে।